বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
রায়হান জামান, কিশোরগঞ্জ: বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি” বিইউজেএস-এর ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এম এ মমিন আনসারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামিমা নেওয়াজ নিশি ( নির্বাহী পরিচালক, বাংলাদেশ ক্রেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন)। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ হেলাল চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সদস্য সচিব বিএম আশিক হাসান।
বিইউজেএস-এর ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা -উপজেলা থেকে আগত সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে দাবি উত্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার চার সাংবাদিককে পদ ঘোষণা করা হয়।
তাদের মধ্যে- সাংবাদিক কাঞ্চন সিকদার- ভাইস চেয়ারম্যান, সাংবাদিক মো: খাইরুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক জুবায়ের হোসেন খান- প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক হুমায়ুন কবির- সহ-দপ্তর সম্পাদক হিসেবে তিন বছরের জন্য পদোন্নতি দেওয়া হয়।
আরো দেখুনঃ ……………
অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।
বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।