বাগেরহাটে করোনায় একদিনে আক্রান্ত ৫৫, মৃত্যু ২
বাগেরহাটে ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন দুইজন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১০৭ জন। মোট মৃতের সংখ্যা ৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৪ জন। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।
রোববার (১৩ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১১০ নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ।
তবে মোংলায় সংক্রমণের হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ। ৫৯ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সংক্রমণের হার দিন দিন আরও কমবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে মোংলা উপজেলায় বিশেষ বিধিনিষেধ থেকে কঠোর বিধিনিষেধ জারির কথা বলা হলেও কাগজে-কলমের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। কয়েক দিনে ৫০ মামলায় প্রায় ১৫০ জনকে জরিমানা করা হলেও বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ।