DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং সড়ক দূর্ঘনায় নিহত-দুই, আহত-পাঁচ

Astha Desk
মার্চ ২৬, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং সড়ক দূর্ঘনায় নিহত-দুই, আহত-পাঁচ

 

জুয়েল রহমান/বানিয়াচং প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের বানিয়াচং সড়কে এক্সাভেটর (ভেকু) এর সাথে যাত্রীবাহী সিএনজি’র সংঘর্ষে আপন দু’ভাই নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। শনিবার(২৫মার্চ) হবিগঞ্জ-
বানিয়াচং সড়কের ভাটিপড়া নামক স্থানে রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত দু’ভাই হলেন, বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লার পুত্র আব্দুল মঈন (৭৫) ও তার আপন ছোট্র ভাই তাজ উদ্দিন (৪৫)।

 

পরিবার সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে আপন খালার মৃত্যুর সংবাদ পেয়ে নিহত আব্দুল মঈন, ছোট্ট ভাই তাজ উদ্দিন ও দু’জনের স্ত্রী ,এক বোন এবং তাজ উদ্দিন মিয়ার ছোট্ট এক ছেলেকে সাথে করে সবাই শেষ দেখা দেখতে যান খালাকে।
সেখানে উজিরপুর স্কুল মাঠে আসরের নামাজের পর দুই ভাই খালার জানাজার নামাজ আদায় করে দাফনের কাজ সম্পন্ন করেন এবং খালার বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে ইফতার করেন। ইফতারের পর বাড়ির উদ্যেশে পরিবারের সবাইকে নিয়ে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের মধ্যেবর্তী স্হান ইমামবাড়ীর এদিকে হবিগঞ্জ আসেন তারা।

 

হবিগঞ্জ থেকে তাদের পরিচিত ও একই ইউপির পাশের ওয়ার্ডের বাসিন্দা একজন সিএনজি চালকের সিএনজি দিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের ৬জন। এদিকে রত্না ও শুটকি এলাকার মাঝা মাঝি স্হান (ভাটি পাড়া)এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি(মাটি কাটার এস্কাভেটর-ভেকু)এর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি চালকসহ ৭জন আহত হন।

 

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং উপজেলার নির্বার্হী কর্মকর্তা পদ্ম সিংহ, থানার ওসি অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ ও বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং আহতদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি দিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
এবং গুরতর আহত সিএনজি চালক মোহাম্মদ আলী (৫৫)।

আরো পড়ুন :  মাটিরাঙ্গায় লরি ট্রাক উল্টে চালক নিহত, আহত-১

 

এব্যাপারে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।এছাড়া লাশ দু’টি পোস্টমর্টেমের জন্য হাসপাতালে রয়েছে ও কাউকে আটক করা হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০