DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিজিবি আইন শৃংখ্যলা রক্ষার পাশাপাশি আর্ত মানবতার সেবায় কাজ করছে-লেঃ কর্ণেল আরিফুল

Astha Desk
জানুয়ারি ২২, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিজিবি আইন শৃংখ্যলা রক্ষার পাশাপাশি আর্ত মানবতার সেবায় কাজ করছে-লেঃ কর্ণেল আরিফুল

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

৩ বিজিবি লোগাং জোন কর্তৃক পানছড়ির বিভিন্ন এলাকার দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

আজ সোমবার (২২ জানুয়ারী) বিকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি।

এ সময় কলাবাগান, মধ্যনগর, চৌধুরী পাড়া, আদি ত্রিপুরা পাড়া, তালুকদার পাড়া, সনটিলা, মোহাম্মদপুর, হাসান নগর, আলীনগর, জিয়ানগর ও হেডম্যান টিলা এলাকার বিভিন্ন সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ শীতবস্ত্র হাতে পেয়ে সকলের মুখে স্বস্তির হাসি মেলে।

কম্বল ও শীত বস্ত্র হাতে পেয়ে আব্দুল আলী ,মনোয়ারা বেগম জানান, এবারের মতো শীত আগে কখনো পড়েনি। অভাবের তাড়নায় গরম কাপড় কিনাও সম্ভব হচ্ছে না। বিজিবির মাধ্যমে যথা সময়ে শীতবস্ত্র পেয়ে আমরা খুশী।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম পিএসসি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি বছর আর্ত মানবতার সেবায় গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় চলতি বছরেও শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মোঃ মশিউর রহমান এএমসি, ভারপ্রাপ্ত ইন্ট অফিসার সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০