শিরোনাম:
বিডি রাজশাহীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৩৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
রাজশাহীতে সারাদিন অটোরিকশা চালাতে দেয়ার দাবিতে বিক্ষোভ করছে চালকরা। রবিবার সকাল থেকে নগরীতে অটোরিকশা চালানো বন্ধ রেখে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বিভিন্ন যানবাহনেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।
এদিকে হঠাৎ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাধ্য হয়ে যাত্রীদের সাধারণ রিকশাতেই চলাচল করতে হচ্ছে। এই সুযোগে রিকশাচালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, “অটোচালকদের বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।”
যদিও ধর্মঘটের ফলে নগরীর কোথাও কোনো অটোরিকশা চলছে না।



















