DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত সালমা

News Editor
সেপ্টেম্বর ২২, ২০২০ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান শিমুলকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ চট্টগ্রামে ছাত্র পরিষদ ও ছাত্রলীগ মুখোমুখি

জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

গত ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়। তফসিল ঘোষণার পর ৮ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগ দলের সাতজন সম্ভাব্য প্রার্থী নিয়ে জরুরি সভা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুলকে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করতে কেন্দ্রে সুপারিশ করা হয়। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে শিমুল আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হন। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শিমুল ছাড়া আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

১৪ সেপ্টেম্বর শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। মঙ্গলবার সকাল ১০টায় রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান শিমুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

এদিকে সালমা আক্তার শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬