ভাঙ্গায় গরু ব্যবসায়ীদের ১০ লাখ টাকা লুট
ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুর ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইড় নামক স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করার পর ৬ গরু ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও হামলা করায় ৩ গরু ব্যবসায়ী আহত এবং গরু ব্যবসায়ীদের বহনকারী ট্রাকে ব্যাপক ভাংচুর করেছে ছিনতাইকারীরা। আজ সোমবার (১০ এপ্রিল) ভোর রাতে দুয়াইড় নামক নির্জন এলাকায় এঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেশীয় অস্ত্র ও ট্রাকটি উদ্ধার করেছে এবং জড়িত সন্দেহে জুয়েল তালুকদার ( ২৬) নামে একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে মিরাজ মাতুব্বর, আলামীন, মমীন সর্দার, ফরিদ মুন্সী, ওমর শেখ, আমিনুলসহ ৬ গরু ব্যবসায়ী খুলনার উদ্দেশ্যে ভোর ৫ টার দিকে ট্রাকে করে দুয়াইড় সড়কের যাচ্ছিল। এসময় পথিমধ্যে একটি ফাকা জায়গায় পৌঁছালে ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী রাস্তার পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে। দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে ট্রাকে ব্যাপক ভাংচুর চালায়। হামলায় ট্রাক চালকসহ ৩ গরু ব্যবসায়ী আহত হয় এবং ১০ লক্ষ্য টাকা ব্যবসায়ীদের কাছ থেকে লুটে নেয়।
তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা করায় লোকজন ছুটে আসায় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছেনা, কাচি, করাতসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গাছকাটা করাতে রায়হান খচিত নাম থাকায় স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রায়হানকে আটক করে পুলিশ।
ভাঙা থানা ইনচার্জ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে গোপন সংবাদদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকা থেকে ঘটনায় সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িতদের অচিরেই আটক করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।