ভাঙ্গায় ফলজ ও সবজি গাছের সাথে শত্রুতা!
ফরিদপুরের ভাঙ্গায় একজন কৃষিজীবী পরিবারের সাথে এলাকা ভিত্তিক গ্রাম্য কোন্দলের সূত্রতায় তাঁর ২৭ শতাংশ জমির উপর লাগানো কলাগাছ, কুমড়া, করললা ও বেগুনসহ বিভিন্ন প্রজাতির সব্জির ফলন গাছ প্রকাশ্য দিনের আলোয়ে কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসহায় পরিবারটি ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিচার দাবী করেছেন।
জানা গেছে, উপজেলার মানিকদই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত কালু ফকিরের ২৭ শতাংশ পৈত্রিক সম্পপতির উপর এলাকার প্রভাবশালী জোতদার কাঞ্চন মিয়ার ছেলে রফিক গংসহ ফারুক, ইশারত, রুবেলের লোলুপদৃষ্টি অনেক আগের থেকে পড়েছিল। ওই জমি নিয়ে গত বেশ কিছু দিন এলাকার জোতদার দলভুক্ত কৃষক ওমর আলীর বিপক্ষের লোকজন সম্পত্তি পাবে বলে অপ্প্রচার চালিয়ে আসছে। বিভিন্ন সময় তাঁর পরিবারের লোকজনকে জমি দেওয়ার জন্য গ্রাম্য চাপ সৃষ্টি করার পাশাপাশি ভয় ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।
পূর্ব ঘটনার জের ধরে গত বুধবার বেলা সারে ১১টার দিকে একদল যুবক প্রকাশ্য দিনের বেলায় ওমর আলী ফকিরের জমিতে চাষ করা ফলজ ও সবজি বাগানের বিভিন্ন প্রজাতের গাছ কেটে ফেলে উল্লাস করতে থাকে। এসময় ওমর আলী ফকিরসহ পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা বাঁধা দিলে প্রতিপক্ষের যুবকেরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হাতের রাম দা অস্ত্রের ভয় দেখাতে থাকে। একটি পর্যায়ে প্রাণের ভয়ে দ্রুত তারা পালয়ে প্রাণ রক্ষা করে বলে জানান কৃষক ওমর আলী ফকির।
ঘটনার পর থেকে কৃষক ওমর আলী ফকিরের পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্য রয়েছে। ঘটনাটি দেখার জন্য তারা পুলিশ প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।