DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত-৫০

Astha Desk
জুন ২৪, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত-৫০

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে গত দুই দিনে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এদের মধ্যে বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা রয়েছে। ঘটনার পর থেকে গোটা উপজেলা ও পৌর এলাকায় বেওয়ারিশ পাগলা কুকুরের আতঙ্ক বিরাজ করছে। এদের মধ্যে ৪১ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফ্রি ইনজেকশন দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, পাগলা কুকুরের কামড়ের মধ্যে আহত ৪১ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিশোধক ইনজেকশন দেওয়া হয়েছে।

গুরুতর আহতরা হলেন, নাঈম শিকদার (২০), বিলকিস বেগম (৫৫),হান্নান ফকির (৬৫), আলমগীর (৫০), রাব্বি (৪০), অহিদুল (৪৫), আব্দুল্লাহ (১৫), বাকি (১৫)।

ঘর থেকে বের হয়ে কুকুরের কামড় থেকে রক্ষা পেতে হাতে লাঠি অথবা ইট পাটকেল নিয়ে চলাচল করছে। তবে সচেতন মহলের দৃষ্টিতে বেওয়ারিশ কুকুরের কামড় থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ভাঙ্গা পৌরসভার সমন্বয়ে দ্রুত কুকুর নিধোন কর্মসূচী গ্রহণ করার দাবী জানিয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪১ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় হচ্ছে জনসচেতনতা বাড়ানো। পথে ঘাটের বেওয়ারিশ কুকুর দেখা গেলে দ্রুত নিরাপদ জায়গায় নিজেকে অবস্থান নিতে হবে। আর কুকুরের কামড়ে কেউ আহত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০