অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্কঃ
ভারতীয় মালয়লাম সিরিয়াল ও সিনেমার বেশ পরিচিত মুখ রেঞ্জুষা মেনান এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সূত্র-ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও জি-২৪।
আজ (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী রেঞ্জুষার ঝুলন্ত মরদেহ। জানা গেছে, রেঞ্জুষার সঙ্গে তার স্বামীও এ ফ্ল্যাটে থাকতেন। তার স্বামী টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। শাড়ি দিয়ে গলায় প্যাঁচ দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে তার নিথর দেহ। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা মেনান।
একাধিক টিভি সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রেঞ্জুষা। ‘”এন্তে মাথাভু” “মিসেস হিটলার” এর মতো সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান। এ মুহূর্তে তাকে দেখা যাচ্ছিল “আনন্দরাগম” সিরিয়ালে। এছাড়াও “ভারান ডক্তারানু” সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজরকাড়েন রেঞ্জুষা মেনান।
টিভি সিরিয়াল ও সিনেমা ছাড়াও বেশ কিছু রান্নার শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। “সিটি অফ গড” “মেরিকুনদুরু কুনজাদু” দুটি সিনেমাতে দেখা গিয়েছে তাকে।
সিনেমা ও সিরিয়ালে কাজ করার পাশপাশি, ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন তিনি।
অভিনেত্রীর মায়ের দাবি বেশ কিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। সেই কারণে এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে কেউ কেউ বলছেন।