আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগী মারা গেছেন। শনিবার (১৭ এপ্রিল) রাতে শহরটির রাজধানী হাসপাতালের তিনতলায় আগুন লাগে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালটির অন্য রোগীদের আশপাশের হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল বরেণ, আগুন লেগে পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্য রোগীদের অন্যান্য হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কীভাবে হাসপাতালটিতে আগুন লাগল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
হাসপাতালটির মালিক পক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে একটি মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।