DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভূমি অফিসে গানের আসর, কর্মকর্তার ফেসবুক লাইভ

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরের চৌগাছায় অফিস সময়ে গানের আসর বসিয়ে ফেসবুক লাইভে প্রচারে থাকার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (নায়েব) বিরুদ্ধে।

অভিযুক্ত রেজাউল ইসলাম নামের ওই উপ-সহাকরী ভূমি কর্মকর্তা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের নায়েব হিসেবে কর্মরত। তার সরকারি অফিসে রয়েছে ব্যক্তিগত বাদ্যযন্ত্রের সেট। বিষয়টি নজরে এসেছে উপজেলা প্রশাসনেরও।

ছাত্রলীগের কারও বাড়িতে সুন্দরী মেয়ে দেখলেই তুলে নিয়ে যাচ্ছে : রিজভী

অভিযোগে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধুলিয়ানি ইউনিয়ন নায়েব অফিসে তিনি এই গানের আসর বসিয়ে (Babu Hasan) নামের একটি ফেসবুক আইডিতে গানের আসরের লাইভ প্রচার করেন।

ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের চেয়ারে বসে রয়েছেন বাবরি চুলের নায়েব রেজাউল ইসলাম। পাশে লুঙ্গি পরে খোলা গায়ে বসে আছেন ইউপি সদস্য গোলাম মোস্তফা।

এছাড়া আরও কয়েকজন আশেপাশে বসে রয়েছেন। এক ব্যক্তি ঘাড়ে ঝুলানো একটি বাদ্যযন্ত্র গানের সাথে বাজাচ্ছেন। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন একটি গান গাচ্ছেন। বাদ্যযন্ত্র বাজছে। মাঝে মাঝে সবাই গানের সুরে সুর মেলাচ্ছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার ধুলিয়ানি ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) রেজাউল ইসলাম প্রায়ই তার অফিসে অফিস চলাকালীন গানের আসর বসান। এ সময় ওই অফিসে আসা সেবাগ্রহীতাদের বাইরে অপেক্ষা করতে বলা হয়।

মঙ্গলবার সকালে অফিসে এসেও তিনি অফিসে গানের আসর বসান। সকালে একজন সেবাগ্রহীতা রেজাউলের অফিসে তার জমির পর্চা সংক্রান্ত কাজে এলে তাকে নায়েব বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করতে বলেন। তাকে বলেন, ‘দুই ঘন্টা পর আপনার কাজ করে দেয়া হবে।’

এ সময় সেখানে গানের আসরের প্রস্তুতি চলছিল। মঙ্গলবার নায়েব রেজাউল ইসলাম গানের আসর বসিয়ে বাবু হাসান নামের একটি ফেসবুক আইডিতে লাইভ প্রচার করেন। দুপুর প্রায় ১টা পর্যন্ত ফেসবুক লাইভে এই গানের আসরের প্রচার চলে। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আরো পড়ুন :  অকস্মাৎ কুয়াশায় ঢেকেছে নওগাঁর গ্রাম ও শহর

জানতে চাইলে ধুলিয়ানি ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) রেজাউল ইসলাম বলেন, ইউনিয়নে ভূমির কর আদায়ের লক্ষ্যে মাইকিংয়ের জন্য রেকর্ড করা হচ্ছিল। রেকর্ডের মাঝে মাঝে গান বাজানো হয়। উপস্থিত একজন না বুঝে শুধু গানের অংশ ফেসবুকে ছেড়েছেন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করছি আমি।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এম. এনামুল হক বলেন, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। অভিযুক্ত ওই নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬