DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১১ই মার্চ ২০২৫
ঢাকামঙ্গলবার ১১ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

Astha Desk
মে ১৮, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ আয়ুব আলী (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮মে) সকাল ১১টার দিকে উপজেলার বড়বিল সড়কে পাঞ্জারাম পাড়া মসজিদের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মানিকছড়ি থানা ওসি আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার সকালের দিকে বড়বিল থেকে বালুভর্তি ট্রাক্টর মানিকছড়ি আসছিল এবং আইয়ুব আলী তাঁর বাড়ি বড়বিল যাচ্ছিলেন। পাঞ্জারাম পাড়া মসজিদের মোড়ে পৌঁছালে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আইয়ুব আলী গুরুত্ব আহত হলে তাকে স্থানীয়রা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরক চিকিৎসক মহি উদ্দীন আহতকে মৃত ঘোষণা করেন। নিহত আয়ুব আলী বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের ছেলে।

 

মানিকছড়ি থানা ওসি আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২