DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই জুন ২০২৩
ঢাকাশুক্রবার ৯ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Online Incharge
এপ্রিল ৩০, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

 

শাহনাজ বেগম/মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জেও আজ রবিবার থেকে এস এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। করোনার জন্য বিগত ৩ বছর পর ২০২৩ সালে প্রথম পূর্ণ নম্বর ও পূর্ণ সময় নিয়ে সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল হাসান খান জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি ও সমমানের পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলা হতে এ বছর ১৬,৪৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। এর মধ্যে এস এস সি তে (সাধারণ শিক্ষা) ১৪,৫২৬ জন, দাখিল পরীক্ষায় (মাদ্রাসা বোর্ড) ১০৪০ জন, এস এস সি (ভোকেশনাল) পরীক্ষায় ৮৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

 

 

সদর উপজেলার ৯টি কেন্দ্রে ৩,৯৯৮ জন, গজারিয়া উপজেলার ৪টি কেন্দ্রে ১,৯৭০ জন, লৌহজংয়ের ৪টি কেন্দ্রে ১,১২০ জন, টংগীবাড়ি উপজেলার ৪টি কেন্দ্রে ১,৮৯৭ জন, শ্রীনগর উপজেলা ৪টি কেন্দ্রে ২,৬১০ জন এবং সিরাজদিখান উপজেলার ৭টি কেন্দ্রে ২,৯৩১ জন পরীক্ষার্থী আজ পরীক্ষায় অংশগ্রহন করেছে।
মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বছর এ শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩৫৩ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করেছে। এবং এই কেন্দ্রে ৫৬৭ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। মুন্সীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেরুননেছা এ বছর তাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে ২০৮ জন শিক্ষার্থী এস এস সি ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ১৮৯ জন ছেলে ও ১৯ জন মেয়ে।

 

পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া দাখিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর জানান, এ বছর তাদের মাদ্রাসা হতে দাখিল পরীক্ষায় ৯২ জন শিক্ষর্থী অংশগ্রহন করেছে এবং মুন্সীগঞ্জ সদর ও টংগীবাড়ি উপজেলার ১১ টি মাদ্রাসা হতে একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র এই মাদ্রাসায় ৪১৮ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

আরো পড়ুন :  সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত-১৫ আহত-১৫

 

করোনার কারনে বিগত ৩ বছর পর শিক্ষার্থীরা এ বছর পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে পরীক্ষা দিতে পেরে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। জেলার কোন কেন্দ্রে কোনরূপ অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৭
 • ১২:০০
 • ৪:৩৬
 • ৬:৪৭
 • ৮:১২
 • ৫:১০