DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকামঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর দেড় যুগ পর মুক্তি পাচ্ছে মান্নার সিনেমা

Online Incharge
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মৃত্যুর দেড় যুগ পর মুক্তি পাচ্ছে মান্নার সিনেমা

 

বিনোদন প্রতিনিধিঃ

অবশেষে মৃত্যুর দেড় যুগ পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রনা’।

প্রায় দেড় যুগ ধরে সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে থাকার পর ২০২১ সালের অক্টোবরে মুক্তির অনুমতি পায় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি। বিজয় দিবস সামনে রেখে সিনেমাটির প্রযোজক-পরিচালক আগামী ১৫ ডিসেম্বর প্রয়াত মান্নার ‘জীবন যন্ত্রনা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

আরও জানা যায়, ২০০৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক ‘লীলামন্থন’ নামে সিনেমাটির শুটিং শুরু করেন মান্না। সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকতেই ২০০৮ সালে নায়কের মৃত্যু হয়। বাকি অংশের কাজ শেষ করে সিনেমাটি ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা পড়ে; কিন্তু নামের কারণে দীর্ঘ সময় সেন্সরে আটকে থাকে। অবশেষে নাম বদলে প্রদর্শনের অনুমতি পেয়েছে সিনেমাটি।

‘জীবন যন্ত্রনা’ সিনেমাটিতে মুক্তিযুদ্ধের ভিন্ন এক গল্প উঠে এসেছে। তুলে ধরা হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে যৌনকর্মীদের অবদানের কথা। ১৯৭১ সালের দেশের এক যৌনপল্লীর কর্মীদের জীবনের ঘাত প্রতিঘাত আর বেঁচে থাকার কাহিনিকে রুপালি পর্দার জন্য ফ্রেম বন্দি করেছেন পরিচালক জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘সুপারস্টার মান্না ভাই সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন। আজ তিনি আমাদের মাঝে বেঁচে নেই। অথচ তার মৃত্যুর দেড় যুগ পর সিনেমাটি মুক্তি পাচ্ছে। তার আত্মার মাগফেরাত কামনা করি। সিনেমা নিয়ে এত জটিলতা খুব কমই হয়েছে। তার মধ্যে এটি একটি।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘সিনেমাতে দেখা যাবে ৭১ সালের একটি যৌনকর্মীদের বাড়ির গল্প। দেশের মুক্তিযুদ্ধে তাদের যে অবদান তা এই সিনেমায় তুলে ধরা হয়েছে। এটি একটি গল্পের সিনেমা না। এখানে সিনেমার প্রধান চরিত্রের প্রতিটি শিল্পীর নিজস্ব একটি গল্প। একসঙ্গে গিয়ে গল্পগুলো এক হয়ে শেষ হয়। আশা করছি, ভিন্ন ঘরানার এই সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’

আরো পড়ুন :  গ্রামের বাড়িতে মাছ ধরছে সাইমন

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, আলী রাজ, আনোয়ারা, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, আফজাল শরীফ প্রমুখ।

এই সিনেমায় শিশুশিল্পী চরিত্রে অভিনয় করা দীঘি নিজেই এখন চিত্রনায়িকা। তবুও শুটিং শেষের ১৮ বছর পর মুক্তিযুদ্ধের ভিন্নধর্মী গল্প আর প্রয়াত নায়ক মান্নার টানেই দর্শক দেখবেন সিনেমাটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭