বাংলাদেশের ৪৬ হলে চলছে জওয়ান, বেড়েছে টিকেটের চাপ
বিনোদন ডেস্কঃ
বলিউড বাদশা তার ‘জওয়ান’ সিনেমা দিয়ে মাত করে দিলেন বিশ্বের সব ভক্তদের। তার অনুরাগীরা ‘জওয়ান’ নিয়ে এখন তুমুল উন্মাদনায় রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ও অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’।
বাংলাদেশে ”পাঠান’ মুক্তির সাত মাস পর আবার বড় পর্দায় এলেন শাহরুখ খান। তার অভিনীত ‘ জওয়ান’ দিয়ে। দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান রংধনু গ্রুপের নিবেদনে ‘জওয়ান’ চলছে বাংলাদেশে। একই দিনে ছবিটি মুক্তি পেয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবিটি বাংলাদেশে আমদানি করেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
আমদানিকারক প্রতিষ্ঠান জানায়, ঢাকাসহ সারাদেশের ৪৬টি হলে চলছে ‘জওয়ান’৷ গতকাল থেকেই শাহরুখ ভক্তরা হুড়মুড়িয়ে পড়েছেন সিনেপ্লেক্সেগুলোতে। আজ থেকে চলছে সিঙ্গেল স্ত্রুিনে।
জানা গেছে, রোববার পর্যন্ত সিনেপ্লেক্সেগুলোর টিকেট অগ্রিম বুক হয়ে আছে। দর্শকদের ভিড় সকাল থেকেই দেখা গেছে মধুমিতা সিনেমা হলে। হলের তালিকায় আছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি কমপ্লেক্স), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সিমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (পুরান ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি-উত্তরা), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), হাই টেক পার্ক সিনেপ্লেক্স (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মুভি থিয়েটার গ্রান্ড সিলেট (সিলেট), রাজ তীলক (রাজশাহী), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মম ইন (বগুড়া), রূপকথা (পাবনা), সুগন্ধা (চট্টগ্রাম), রাজিয়া (নাগরপুর), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), দর্শন (ভৈরব), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), আনন্দ সিনেমা (গুরুদাসপুর), রাজ (কুলিয়ারচর), নন্দিতা (সিলেট), তামান্না (সৈয়দপুর), মর্ডান (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (স্বান্তাহর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), উল্কা (গাজীপুর), মনিহার (যশোর)। আরও দেখা যাবে বৈশাখী সিনেমা (কালুখালি), পান্না সিনেমা (মুক্তারপুর), অভিরুচি (বরিশাল), চলন্তিকা সিনেমা (গোলাপদি), আলুরুপা সিনেমা (লালমনিরহাট)৷
‘জওয়ান’ দিয়ে বলিউডে তামিল পরিচালক অ্যাটলির অভিষেক হলো। তার সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতিও নাম লেখালেন বলিউডে৷ সিনেমাটিতে চমক্ক হিসেবে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।