সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস ছালামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি কাজী আবু সাঈদ আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আলুর কেজি ৪৬টাকা, নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের
গত ৬ অক্টোবর আব্দুস ছালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২০ জুলাই মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিরপুর মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় ৫ অক্টোবর রাজধানীর রামপুরা থেকে আব্দুস ছালামকে গ্রেফতার করে সিআইডির একটি দল।