DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

DoinikAstha
আগস্ট ১৭, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ১৩ বছরের এক কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা দুলাল মিয়াকে (৫০)কে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাঁতে ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিক্তিতে তাকে আটক করা হয়। উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করে। মামলার সূত্র মতে জানাযায়, গচ্ছাবিল চৌধুরীপাড়া এলাকার মোঃ দুলাল মিয়া’র দ্বিতীয় স্ত্রীর ঘরের বড় মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী।

স্বামী দুলাল মিয়া ও স্ত্রী পারভীন আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। গত ২১ ও ২৮ জুলাই এবং ১০ ও ১৪ আগস্ট অভিযুক্ত দুলালর বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৪ দিন ৪বার ধর্ষণ করে। পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার মাকে বলে। জানাগেছে, সোমবার ১৬ আগস্ট সকালে বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত দুলাল মিয়া বিষয়টি অস্বীকার করেন।

পরে রাঁতে মেয়ের মা দুলালকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকছড়ি থানায় মামলা করেন। মামলা নং-০৪, তাং ১৬-০৮-২১ইং। অভিযোগের সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ওসি মোঃ শাহনূর আলম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে এনসিপি’র নেত্রী ও নেতার পাল্টাপাল্টি জিডি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]