মোড়েলগঞ্জে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে
মোঃ এজাজুল ইসলাম/মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে অনুষ্টিত হয়েছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার কলেজ রোডে এ উন্নয়ন ও শান্তি সমাবেশে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের এর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ সদস্য এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।
এ সময় তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।
প্রধান অতিথি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ জাতীয় পর্যায়ের বাংলাদেশ সরকার এর উল্লেখ যোগ্য উন্নয়ন কর্মকাণ্ডসহ মোড়েলগঞ্জ-শরণখোলার উন্নয়ন (২০০৯-২০২৩) তুলে ধরে বলেন, মোড়েলগঞ্জ-শরণখোলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, কয়েক’শ টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (রাস্তা, কালভার্ট, ব্রিজ) সাইনবোর্ড-বগি-৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, দুই উপজেলায় নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজ চারতলা ভবনসহ ১শ টি ভবণ নির্মাণ, মোড়লগঞ্জ ও শরণখোলায় ১শ ৯০টি প্রথমিক বিদ্যালয় জাতীয়করণ, এ ছাড়া কয়েকশো নতুন ভবন ও মহাসড়কের পার্শ্ববর্তী স্কুলগুলোর বাউন্ডারি ওয়াল নির্মাণ, পান গুচি নদীর উপর ব্রিজ নির্মাণের ৯শ ৫০ কোটি টাকা প্রকল্প পাশ, মোড়লগঞ্জে একটি মডেল মসজিদ ও শরণখোলায় একটি মডেল মসজিদ (নির্মাণ কাজ চলমান), সুপেয় পানি সংরক্ষণের জন্য ট্যাংক প্রধান, জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রধান, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু নির্মূলসহ আরো উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধো হয়ে কাজ করার আহ্বান জানান।