ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোর-বেনাপোল মহাসড়কের গাছের ডাল ভেঙ্গে নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / ১০০৯ বার পড়া হয়েছে

যশোর-বেনাপোল মহাসড়কের গাছের ডাল ভেঙ্গে নিহত-২

বেনাপোল প্রতিনিধিঃ

যশোর-বেনাপোল মহাসড়কে মরা গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলো। ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে শতবর্ষী মরা কড়ই গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় মরা কড়ই গাছের উপরের অংশ ভেঙ্গে যাত্রীবাহী বাসের ছাদের ওপর পড়লে ছাদে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। এসময় গুরুতর আহত হন শিমুল হোসেন নামের আরেক যাত্রী। তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

যশোর-বেনাপোল মহাসড়কের গাছের ডাল ভেঙ্গে নিহত-২

আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

যশোর-বেনাপোল মহাসড়কের গাছের ডাল ভেঙ্গে নিহত-২

বেনাপোল প্রতিনিধিঃ

যশোর-বেনাপোল মহাসড়কে মরা গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলো। ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে শতবর্ষী মরা কড়ই গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় মরা কড়ই গাছের উপরের অংশ ভেঙ্গে যাত্রীবাহী বাসের ছাদের ওপর পড়লে ছাদে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। এসময় গুরুতর আহত হন শিমুল হোসেন নামের আরেক যাত্রী। তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।