DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হচ্ছেন বাংলাদেশি নুসরাত

DoinikAstha
সেপ্টেম্বর ২, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান নুসরাত চৌধুরী।

বুধবার (১ আগস্ট) সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার তাকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেছেন।

বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়নের আইনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৪ বছর বয়সী এই নারী। রাজ্যটির মানবাধিকার দেখভাল করার একটি টিমের নেতৃত্ব দিচ্ছেন নুসরাত চৌধুরী। হাফিংটন পোস্ট এমন খবর দিয়েছে।

নিউইয়র্ক সিটিতে গত ১১ বছর ধরে নাগরিক অধিকার নিয়ে কাজ করছেন তিনি। যদি বাইডেন তাকে বিচারক হিসেবে নিয়োগ দেন এবং সিনেটে তা নিশ্চিত করা হয়, তবে প্রথম কোনো বাংলাদেশি আমেরিকান কেন্দ্রীয় বিচারক হিসাবে ইতিহাস গড়বেন নুসরাত।

এর আগে তিনি এসিএলইউ রেইসিয়াল জাস্টিস প্রোগ্রামের উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এতে যুক্তরাষ্ট্রের বর্ণবাদী পক্ষপাতিত্বের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের সমানাধিকার ও উন্নত সুযোগের পক্ষে লড়াই করেছেন তিনি। এছাড়া অবৈধভাবে গ্রেপ্তার হওয়া লোকজনের পক্ষেও দাঁড়িয়েছেন এই বাংলাদেশি।

নুসরাত চৌধুরী ছাড়াও জ্যাসিকা ক্লার্ককেও নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে মনোয়ন দিয়েছেন চাক শুমার। নিনা মরিসনকে মনোনয়ন দিয়েছেন ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে।

ক্লার্ক ছিলেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের নাগরিক অধিকার বিষয়ক ব্যুরো প্রধান। নিউইয়র্কের স্থানীয়, রাজ্য, কেন্দ্রীয় নাগরিক অধিকার লঙ্ঘন নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। ন্যায়সঙ্গতভাবে আবাসন আইন কার্যকর করা হচ্ছে কিনা, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে কিনা, তা দেখভাল করার দায়িত্ব ছিল জ্যাসিকা ক্লার্কের।

আর নিউইয়র্কভিত্তিক ইনোসেন্স প্রকল্পের মামলা পরিচালনার জ্যেষ্ঠ কাউন্সেল ছিলেন ৫১ বছর বয়সী মরিসন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ভুলভাবে দোষী সাব্যস্ত হওয়া লোকজনের মুক্তির জন্য কাজ করছেন তিনি। পরবর্তীতে যাতে কোনো অন্যায় সংঘটিত না হয়, তা নিশ্চিত করতে ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার নিয়েও সক্রিয় ছিলেন মরিসন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৮
  • ৬:৪২