আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় গুলি করে হত্যা করা হয়েছে দুই এফবিআই এজেন্টকে। গুলিবিদ্ধ তিন এজেন্টকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তারা শিশু নির্যাতন দমন ইউনিটের সদস্য ছিলেন।
স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার সাইনাইজ এলাকায় ওয়াটার টেরেস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গ্রেফতারি পরোয়ানা নিয়ে এফবিআই এজেন্টরা অভিযান শুরু করলে প্রতিরোধের মুখে পড়েন। পাল্টা জবাবে দু’পক্ষের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা হয়।
আরও পড়ুন:
মার্কিন ক্যাপিটল ভবনে দাঙ্গার জন্য ট্রাম্প ‘এককভাবে দায়ী
ওইদিন বিকালে সংবাদ সম্মেলন করে স্পেশাল এজেন্ট মাইকেল ডি লিভেরক জানান, গুলিবিদ্ধ এফবিআই-এর পাঁচজন এজেন্টকে হাসপাতালে নেয়া হলে সেখানে দু’জন মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা
আশঙ্কাজনক। ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার এড়াতে আত্মঘাতী হয়েছেন।এফবিআইয়ের ইতিহাসে একে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যমে।