যুক্তরাষ্ট্রে স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণে হতাহত ১৭
আন্তর্জাতিক ডেস্কঃ
গতকাল ২৪ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের একটি স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় দু’জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। ঘটনাটি উত্তর আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের।
মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে বলা হয়েছে, গুলিবর্ষণের ঘটনার আগে সাগিনাও কাউন্টিজুড়ে ‘বিভিন্ন স্থানে একাধিকবার’ বিশাল জনতাকে হালকা করার জন্য ছড়িয়ে দেয় পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় অনেকেই ৯১১ নাম্বারে কল করে গুলিবর্ষণের খবর জানায়।
রাতের ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়ার জেরেই গুলি বর্ষণ হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোয়েন্দারা পরে এই ঘটনায় ব্যবহৃত হওয়া ‘ভিন্ন ক্যালিবারের অন্তত পাঁচটি অস্ত্র’ খুঁজে পেয়েছেন।
আহত ১৫ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেঁচে যাওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা অজানা রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। সূত্র-আলজাজিরা, সিএনএন ও সিবিএস নিউজ।