ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক

রংপুর বেতারের সাবেক প্রকৌশলীর অনিয়ম অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি : 
বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার দুপুরে রংপুর বেতারের আঞ্চলিক কার্যালয়ে দুদকের রংপুর অফিসের পরিচালক হোসেন শরীফের নেতৃত্বে অভিযান চালানো হয়।দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকা অবস্থায় আবু সালেহর বিরুদ্ধে ভুয়া বিল—ভাউচার, ব্যবহৃত গাড়ি ও জেনারেটর পরিচালনায় অতিরিক্ত জ্বালানি খরচ এবং ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব কার্যক্রমে সরকারি তহবিলের ব্যাপক অপব্যবহারের প্রমাণ মিলেছে।দুদকের উপ—পরিচালক হোসেন শরীফ বলেন, অভিযুক্ত প্রকৌশলীর মেয়াদকালে রেজিস্টার ও লকবুক রক্ষণাবেক্ষণে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ভুয়া ভাউচারসহ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দুদকের পক্ষ থেকে প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ ও তদন্ত অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন, একইসঙ্গে ভবন মেরামতের বরাদ্দ ও অন্যান্য ক্ষেত্রে অনিয়মের সঙ্গে আরো কেউ জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই—বাছাই শেষে কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।রংপুর বেতারে বর্তমানে কর্মরত আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, রোববার অফিসে দুদকের একটি প্রতিনিধি এসেছিলেন। সাবেক আঞ্চলিক প্রকৌশলী মেয়াদকালের দাপ্তরিক কাগজপত্রাদি তারা যাচাই—বাছাই করেছেন। এসময় কিছু ভাইচারে অসঙ্গতির তথ্য পেয়েছেন তারা। এসব বিষয় তারা খতিয়ে দেখছেন।প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার রাঙ্গামাটিতে কর্মরত আছেন।

এমকে/আস্থা

ট্যাগস :

রংপুর বেতারের সাবেক প্রকৌশলীর অনিয়ম অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আপডেট সময় : ০৮:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি : 
বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার দুপুরে রংপুর বেতারের আঞ্চলিক কার্যালয়ে দুদকের রংপুর অফিসের পরিচালক হোসেন শরীফের নেতৃত্বে অভিযান চালানো হয়।দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকা অবস্থায় আবু সালেহর বিরুদ্ধে ভুয়া বিল—ভাউচার, ব্যবহৃত গাড়ি ও জেনারেটর পরিচালনায় অতিরিক্ত জ্বালানি খরচ এবং ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব কার্যক্রমে সরকারি তহবিলের ব্যাপক অপব্যবহারের প্রমাণ মিলেছে।দুদকের উপ—পরিচালক হোসেন শরীফ বলেন, অভিযুক্ত প্রকৌশলীর মেয়াদকালে রেজিস্টার ও লকবুক রক্ষণাবেক্ষণে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ভুয়া ভাউচারসহ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দুদকের পক্ষ থেকে প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ ও তদন্ত অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন, একইসঙ্গে ভবন মেরামতের বরাদ্দ ও অন্যান্য ক্ষেত্রে অনিয়মের সঙ্গে আরো কেউ জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই—বাছাই শেষে কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।রংপুর বেতারে বর্তমানে কর্মরত আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, রোববার অফিসে দুদকের একটি প্রতিনিধি এসেছিলেন। সাবেক আঞ্চলিক প্রকৌশলী মেয়াদকালের দাপ্তরিক কাগজপত্রাদি তারা যাচাই—বাছাই করেছেন। এসময় কিছু ভাইচারে অসঙ্গতির তথ্য পেয়েছেন তারা। এসব বিষয় তারা খতিয়ে দেখছেন।প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার রাঙ্গামাটিতে কর্মরত আছেন।

এমকে/আস্থা