রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা থেকে তাসমীম কান্তা (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাসার আশপাশের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
রোববার (৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তাসমীম কান্তা ধানমন্ডি শাখার ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়। বাবার নাম কবির হোসেন।
ওই শিক্ষার্থীর প্রতিবেশী নাজমুল ইসলাম জানান, তাসমীমের বাবা কবির হোসেন বেশ কিছুদিন ধরে নিখোঁজ। তার মা সাজিদা ইসলামের অন্য জায়গায় বিয়ে হয়েছে। সে তার নানির কাছেই থাকতো।
ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমৃতা চাকমা বলেন, বাসার আশপাশের লোকজন থেকে জানতে পারি, তাসমীম কান্তা নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে সাদা রঙের ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। কি কারণে সে ফাঁস দিয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
এসআই জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।