রাজধানীর কাঁচাবাজোরে বেড়েছে মাছের দাম। কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে বেশির ভাগ মাছের দাম। বড় সাইজের ইলিশের দাম হাঁকা হচ্ছে ১৬শ’ টাকা কেজি। এ ছাড়া ডজনে ৫-১০ টাকা বেড়েছে ডিমের দাম। তবে সরবরাহ ভালো থাকায় সবজি বিক্রি হচ্ছে আগের দামেই।
রাজধানীর মহাখালী কাঁচাবাজার। শুক্রবার (৩, সেপ্টেম্বর, ২০২১) বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ কমের অজুহাতে বেশির ভাগ মাছ কেজিতে ২০-৫০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই, শিং, মাগুর, তেলাপিয়ার দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। আগের সপ্তাহে যে হরিনা চিংড়ি ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তা শুক্রবার বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকায়। এ ছাড়া ইলিশের সরবরাহ কম থাকা ও শুক্রবার চাহিদা বেশি থাকার অজুহাতে ১৩শ’ থেকে ১৪শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ’ টাকা কেজি। এ ছাড়া এক কেজি ওজনের নিচে যেসব ইলিশ সেসব বিক্রি হচ্ছে ১১শ’ টাকায়।
মাছ বিক্রেতারা বলছেন, সরবরাহ অনেক মাছের কম। এ জন্য দামও বেড়েছে। এ ছাড়া ইলিশের সরবরাহ অন্যান্য বছরের তুলনায় অনেক কম থাকায় বেশি দামেই কিনছে হচ্ছে। তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার একটু আলাদা। ছুটি থাকায় ক্রেতা সমাগমটা বেশি থাকে বলে দামও তুলনামূলক বেড়ে যায় বলে জানান বিক্রেতারা।
তবে ক্রেতারাও করেন, মাছের সরবরাহ কম থাকায় দাম বেশি চাওয়া হচ্ছে। এ ছাড়া ইলিশের সরবরাহ কিছু থাকলেও সেটা সাগরের। স্বাদু পানি বা নদীর ইলিশ বাজারে নেই বললেই চলে আপাতত। দু-একজনের কাছে থাকলেও দাম হাতের নাগালে। প্রতিটা পণ্যের দাম বেড়ে যাওয়ায় বেশ অস্বস্তিকর অবস্থা বলে জানান ক্রেতারা।
বাজারে আগের দামেই মৌসুমি সব সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। ঢেঁড়শ ৪০ টাকা, পোটল, ৪০ টাকা, লাউ ৫০ টাকা পিস, বরবটি ৬০ টাকা, কাঁকরোল ৫০ টাকা কেজি। তবে আমদানি করা টমেটোর দাম ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশির ভাগ সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান বিক্রেতারা।