রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাত দলের ৪ সদস্যসহ ৮ জন গ্রেফতার
আবুল কালাম আজাদ রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যসহ ৮ জনকে
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মাদারীপুর সদর উপজেলার কলাতলা পুরান বাজার এলাকার মোঃ লিটন মাতুব্বরের ছেলে আশিক মাতুব্বার (২৪), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের মিনহাজ উদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া জলিল সরদার পাড়া গ্রামের আজহার সরদারের ছেলে আঃ কাদের সরদার (৪১) ও দৌলতদিয়া যৌনপল্লী এলাকার সোনাই শেখের ছেলে মুন্না শেখ (১৮)।
এছাড়া বিভিন্ন মামলায় নারীসহ পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ডাকাতি মামলার আসামী আন্দঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আশিক, জাহাঙ্গীর আলম আঃ কাদের সরদার ও মুন্নাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃরাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে দুই চাঁদাবাজী মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার
অপরদিকে মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ অন্যান্য মামলার পলাতক ৪ আসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২জন নারী রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।