মোঃ আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময় ‘মা’ ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের নাপিতের হাট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দন্ডপ্রদান করেন।
আগুনমুখা নদীতে নিখোঁজ- ৫ জনের মরদেহ উদ্ধার
দন্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার দেউরি গ্রামের মো. ওমর আলী ব্যাপারী (৫৫), মো. দেনছের আলী শরীফ (৫০), মো. রিপন হাওলাদার (৫০)উপজেলা মৎস্য অফিস জানায়, সরকারি নিশেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ৩ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।