DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় নাগরিকের আত্মহত্যা

News Editor
সেপ্টেম্বর ২১, ২০২০ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রভাত কুমার সিং (৩৭) নামের একজন ভারতীয় নাগরিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত ভারতীয় নাগরিক প্রভাত হলেন, বিহার প্রদেশের গুরুদাসপুর জেলার বহমনী গ্রামের জনক কুমার সিং এর পুত্র।

রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, রোববার রাতের কোন এক সময় ওই ভারতীয় নাগরিক আত্মহত্যা করেছেন।

আরও পড়ুনঃশ্রীমঙ্গলে পাইকারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

তবে স্থানীয় একটি সূত্র দাবি করে বলেছেন, ভারতীয় নাগরিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে জানার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ওই ভারতীয় নাগরিক মাত্র এক মাস পূর্বে বাংলাদেশে এসেছে। রাত ১২ টার পরে শ্রমিক কলোনীর ওয়াকওয়ের সাথে হ্যাং হয়ে আত্মহত্যা করে। পারিবারিক কোন বিরোধ আছে কি না সেটি ও খতিয়ে দেখা হচ্ছে।

রামপাল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০