DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

লিচুর রাজ্য দিনাজপুরে বাগানে ক্রেতাদের ভিড়

Abdullah
মে ২২, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লিচুর রাজ্য দিনাজপুরে বাগানে ক্রেতাদের ভিড়

 

হিলি প্রতিনিধিঃ

আম-লিচুতে ভরপুর আমাদের এই দিনাজপুর। চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে এই জেলায়। লিচু সংগ্রহ করতে বাগানে ভিড় করছেন ক্রেতা। জেলায় ৫ হাজার ৭২৬ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর।

 

জেলার বিভিন্ন উপজেলার লিচুর বাগান ঘুরে দেখা যায়, প্রায় বাগানে লিচু পাক ধরেছে। বাগান মালিকরা বাজারজাত করতে গাছ থেকে বেছে বেছে পাকা লিচু পাড়ছেন। এসব লিচু সংগ্রহ করতে স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা আসছেন। বাগান মালিকরা এখন ক্রেতাদের অর্ডারি লিচু প্যাকেট করতে ব্যস্ত। এসব বাগানে চায়না থ্রি, বেদেনা, বোম্বে ও মাদ্রাজি জাতের লিচু রয়েছে। তবে বেশিরভাগ বাগানে চায়না থ্রি জাতের লিচু চোখে পড়ে। লিচুগুলো রসালো, সুস্বাদু ও সুমিষ্ট। ভাল মানের ও আকারে বড় লিচু বাগান থেকে ক্রেতা পাইকারি কিনছেন পিস ৪ থেকে ৫ টাকায়। এক হাজার লিচুর দাম ৪ হাজার থেকে ৫ হাজার টাকা।

 

হিলির বাজার উঠেছে দেশি-বিদেশি জাতের লিচু। ব্যবসায়ীরা দেশি জাতের ১০০ লিচু বিক্রি করছেন ২০০ থেকে ২২০ টাকা। প্রকারভেদে চায়না থ্রি লিচু বিক্রি করছেন শ ৪০০ থেকে ৫০০ টাকায়। তবে স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভাল ও পরিমাণে বেশি লিচু নেওয়ার জন্য বাগানগুলোতে ভিড় করছেন।

 

হিলির জালালপুর গ্রামে আসলাম হোসেনের বাগান থেকে লিচু কিনতে আসা সাইফুল ইসলাম বলেন, আমার বাসা খুলনায়। আমি এখানে চাকরি করি। দিনাজপুর জেলার লিচু বিখ্যাত। বাড়ি এবং আত্মীয়দের জন্য লিচু কিনবো। এই বাগানে লিচু খেলাম, অনেক স্বাদ আছে। ৫ হাজার টাকার লিচু কিনলাম।

 

ঢাকা থেকে আসা ক্রেতা মোস্তাফিজুর দৈনিক আস্থাকে বলেন, প্রতি বছর লিচুর মৌসুমে হিলি থেকে লিচু কিনে নিয়ে যাই। এই জেলার লিচু বিখ্যাত এবং ভালো। পরিবারের অনেক চাহিদা আছে। এই জন্য বাজারে না গিয়ে সোজা বাগানে আসছি। দাম বেশি হলেও দেখেশুনে ভাল মানের লিচু কিনবো।

 

বাগান মালিক আসলাম হোসেন বলেন, ৫ বিঘার উপর আমার এই লিচু বাগান। ৩২০টি চায়না থ্রি, বোম্বে ও বেদেনা জাতের লিচু গাছ আছে। বাগানের বয়স ১০ বছর, তবে ফল পাচ্ছি ৫ বছর যাবৎ। গেলো বার ১ লাখ টাকার উপর লিচু বিক্রি করেছি। এবার আল্লাহ দিলে অনেক ভাল ফলন হয়েছে। আশা করছি দেড় লাখের উপর লিচু বিক্রি করবো।

 

দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান দৈনিক আস্থা কে বলেন, চলতি মৌসুমে এবার জেলায় ৫ হাজার ৭২৬ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর তেমন কোন ক্ষতি হয়নি। বাজারে লিচুর দাম অনেকটা স্বাভাবিক আছে। আশা করছি কমবেশি সবাই ক্রয় করতে পারবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪