শরীয়তপুর সদরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ টি মামলায় ১১হাজার ২’শ টাকা জরিমানা
এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা শহর ও আঙ্গারিয়ায় স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা, মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ টি মামলায় ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় পৃথক অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই আঙ্গারিয়া বাইপাস সড়কে শহর এলাকায় অভিযান পরিচালনা করেন এনডিসি মোহাম্মদ পারভেজ । শুক্রবার বিকাল ৪টায় সদর উপজেলার আঙ্গারিয়া, বাইপাস সড়কে ও জেলা শহরের সুরুচি ফুড ভ্যালি, রেড চিলি হোটেল & পেস্টি সপ, ভোজন বিলাস হোটেল ও ফাতেমা বেকারিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, জেলা প্রশাসক পারভেজ হাসান স্যারের নির্দেশে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে ১০টি মামলায় ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা ও মাস্ক বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।