শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের শিবচরে পাট শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে নুর হাবিব মাদবরের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ দুপুরে রান্নার জন্য বাড়ির পাশে একটি পাট ক্ষেতে শাক তুলতে যান। শাক তোলার সময় পাটক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। এদিকে লিপি বেগমের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মেয়ে খুঁজতে গিয়ে লিপি বেগমকে পাট ক্ষেতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা হাসপাতালের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, লিপি বেগম নামের ওই রোগীটির বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। তার স্বজনরা এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।