সরকারি চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
- আপডেট সময় : ০২:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১০৩৯ বার পড়া হয়েছে
সরকারি চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউপির চেয়ারম্যান মনির হাসান রিন্টুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রিন্টু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম (ইউএনও) বুধবার এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন বলে ইউএনও জানান।
দেলোয়ারের কত নেতা, আংগোরে মারি হালাইবো: নির্যাতিত নারী বাবা
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে চাপড়া ইউপির চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে ৭ দশমিক ৪৭ টন সরকারি চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে স্থানীয়ভাবে তদন্তে রিন্টুর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।
মনির হাসান রিন্টু কুমারখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।