ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ১০৯১ বার পড়া হয়েছে

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিকদের উপর হামলার বিচার ও মুক্ত সাংবাদিকতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করে, তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে শিক্ষার্থীরা মুখে কালো টেপ ব্যাবহার করেন। এসময় তারা ‘স্বাধীন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা’, ‘সাগর-রুনি হত্যার বিচার করতে হবে’ এবং ‘জার্নালিজম ইজ নট ক্রাইম’ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। আসিফ হিমাদ্রিসহ, গণমাধ্যমকর্মীদের উপর সকল হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে যেন হামলা বা হয়রানির শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী সাংবাদিক হয়রানির বিচার হয় না উল্লেখ করে বলেন, ‘মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ তিনি আরও বলেন, ‘গত এক থেকে দুই দশকে মাঠ পর্যায়ে সাংবাদিকদের ওপর যে নির্যাতন হয়েছে, আমি বলব সেটি একটি দুষ্টুচক্রের ভেতর পড়ে গেছে।

অধ্যাপক সাইফুল আরও যোগ করেন, ‘সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিবাদ হয়, কোনো কোনো ক্ষেত্রে মামলা হয়, তবে মামলা হলে তদন্ত হয় না, তদন্ত হলে বিচার হয় না, বিচারের নির্দেশ আসলেও আসামিরা শেষ পর্যন্ত শাস্তিটা পায় না। যার ফলে যেটি হয় যে, এটি একটি দুষ্টচক্রের মধ্যে পড়েছে। যার সুযোগে দুষ্ট লোকেরা সাংবাদিকদের ওপর তাদের নির্যাতন অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হিমাদ্রি সোমবার রাতে আনসারদের আক্রমণের শিকার হন। সাংবাদিক পরিচয় দিলেও তার উপর আক্রমণ করেন আনসার সদস্যরা। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা পেতে দেরি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা তাকে আশংকা মুক্ত জানালে, তিনি এক পরিচিত লোকের বাসায় যান।

ট্যাগস :

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আপডেট সময় : ১০:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিকদের উপর হামলার বিচার ও মুক্ত সাংবাদিকতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করে, তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে শিক্ষার্থীরা মুখে কালো টেপ ব্যাবহার করেন। এসময় তারা ‘স্বাধীন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা’, ‘সাগর-রুনি হত্যার বিচার করতে হবে’ এবং ‘জার্নালিজম ইজ নট ক্রাইম’ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। আসিফ হিমাদ্রিসহ, গণমাধ্যমকর্মীদের উপর সকল হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে যেন হামলা বা হয়রানির শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী সাংবাদিক হয়রানির বিচার হয় না উল্লেখ করে বলেন, ‘মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ তিনি আরও বলেন, ‘গত এক থেকে দুই দশকে মাঠ পর্যায়ে সাংবাদিকদের ওপর যে নির্যাতন হয়েছে, আমি বলব সেটি একটি দুষ্টুচক্রের ভেতর পড়ে গেছে।

অধ্যাপক সাইফুল আরও যোগ করেন, ‘সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিবাদ হয়, কোনো কোনো ক্ষেত্রে মামলা হয়, তবে মামলা হলে তদন্ত হয় না, তদন্ত হলে বিচার হয় না, বিচারের নির্দেশ আসলেও আসামিরা শেষ পর্যন্ত শাস্তিটা পায় না। যার ফলে যেটি হয় যে, এটি একটি দুষ্টচক্রের মধ্যে পড়েছে। যার সুযোগে দুষ্ট লোকেরা সাংবাদিকদের ওপর তাদের নির্যাতন অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হিমাদ্রি সোমবার রাতে আনসারদের আক্রমণের শিকার হন। সাংবাদিক পরিচয় দিলেও তার উপর আক্রমণ করেন আনসার সদস্যরা। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা পেতে দেরি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা তাকে আশংকা মুক্ত জানালে, তিনি এক পরিচিত লোকের বাসায় যান।