শিরোনাম:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে নিহত-৪, আহত-৩
Astha DESK
- আপডেট সময় : ১১:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে নিহত-৪, আহত-৩
সোহরাব হোসেন/সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় তেলবাহী ট্রাক ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক মেয়ে ও তার মা নিহত হয়েছে। নিহতরা হলেন, আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিল খাতুন (৪০) ও সদ্য ভুমিষ্ট নবজাতক মেয়ে, ডালিম হোসেন, আহত হয় আরও চারজন। যাদের মধ্যে দু জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জন কে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার এঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, ট্রাক আটক করা হয়েছে। নিহতদের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
















