ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ : ডিসি সারোয়ার Logo আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা Logo কিশোরগঞ্জে জাতীয়তাবাদী চিকিৎসকদের মিলনমেলা; ঐক্য ও সৌহার্দ্যের নতুন বন্ধন Logo রংপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে Logo দেশে মাদ্রাসা বোর্ড পাশে এগিয়ে যদিও বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থীই ফেল Logo রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের কমিটি গঠন সভাপতি আবু ইউসুফ সেক্রেটারি জসীম উদ্দীন Logo পানছড়ির উল্টাছড়িতে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন Logo শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাইয়ের আহ্বান উপ-প্রেস সচিবের Logo চট্টগ্রামের কারখানার ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে! Logo চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে সেনা ও নৌবাহিনীর সহায়তা

সিকিমে আটকে আছেন ৩ হাজারের বেশি পর্যটক, নিহত ১০

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ১০৩০ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর ২৩ সদস্যসহ মোট নিখোঁজ ৮২ জন। এছাড়া তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সেখানে। 

স্থানীয় সময় বুধবার সকালে লোনাক হ্রদ উপচেপড়ায় ওই অঞ্চলে বিপর্যয়কর বন্যার সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভি।

পানির স্রোতের তাণ্ডবে আশপাশের এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পূজার আগে সিকিম ঘুরতে যাওয়া বহু পর্যটক আটকা পড়েছেন। এই সংখ্যা তিন হাজারের বেশি হতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৪টি সেতু ভেঙে গেছে। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বন্ধ রয়েছে ফেরার পথও। রাজ্য প্রশাসনের তরফে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় ওই রাজ্যে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অন্যান্য বছরের একই সময়ের স্বাভাবিক (৮ দশমিক ৬ মিলিমিটার) বৃষ্টিপাতের হারের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি। আবহাওয়া বিশেষজ্ঞদের কথায়, খুব কম সময়ের মধ্যে এবং অতি স্বল্প এলাকার ওপর বিপুল পরিমাণে বৃষ্টি হওয়াকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। বজ্রপাত ও শিলা এই বৃষ্টির সঙ্গী হয়।

রাজ্যের মুখ্যসচিব ভি বি পাঠক জানিয়েছেন, এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় আরও কমপক্ষে ৮২ জন নিখোঁজ আছেন। এ ছাড়া আহত হয়েছেন ২২ জন; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :

সিকিমে আটকে আছেন ৩ হাজারের বেশি পর্যটক, নিহত ১০

আপডেট সময় : ১২:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর ২৩ সদস্যসহ মোট নিখোঁজ ৮২ জন। এছাড়া তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সেখানে। 

স্থানীয় সময় বুধবার সকালে লোনাক হ্রদ উপচেপড়ায় ওই অঞ্চলে বিপর্যয়কর বন্যার সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভি।

পানির স্রোতের তাণ্ডবে আশপাশের এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পূজার আগে সিকিম ঘুরতে যাওয়া বহু পর্যটক আটকা পড়েছেন। এই সংখ্যা তিন হাজারের বেশি হতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৪টি সেতু ভেঙে গেছে। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বন্ধ রয়েছে ফেরার পথও। রাজ্য প্রশাসনের তরফে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় ওই রাজ্যে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অন্যান্য বছরের একই সময়ের স্বাভাবিক (৮ দশমিক ৬ মিলিমিটার) বৃষ্টিপাতের হারের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি। আবহাওয়া বিশেষজ্ঞদের কথায়, খুব কম সময়ের মধ্যে এবং অতি স্বল্প এলাকার ওপর বিপুল পরিমাণে বৃষ্টি হওয়াকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। বজ্রপাত ও শিলা এই বৃষ্টির সঙ্গী হয়।

রাজ্যের মুখ্যসচিব ভি বি পাঠক জানিয়েছেন, এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় আরও কমপক্ষে ৮২ জন নিখোঁজ আছেন। এ ছাড়া আহত হয়েছেন ২২ জন; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।