DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গার নিয়ে এলো একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ

News Editor
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিঙ্গার নিয়ে এলো একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ
দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেক্ট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গার বাংলাদেশ বাজারে একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ নিয়ে এসেছে। ১০ ফেব্রুয়ারি সিঙ্গার হেডকোয়াটার্সে এর উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, হোলসেল ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডেল টেকনোলজিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   
ডেল একাদশ প্রজন্মের তিনটি নতুন মডেলের ল্যাপটপ: ইন্সপায়রন ৫৪০২, ইন্সপায়রন ৭৩০৬ এবং ইন্সপায়রন ৫৪০৬ অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। ইন্সপায়রন ৫৪০২ ল্যাপটপে রয়েছে একাদশ প্রজন্মের কোর আই১১৩৫জি৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স৩৩০ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ x ১০৮০) ন্যারো বর্ডার ৩০০ নিটস ডাব্লিউভিএ ডিসপ্লে, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং জিবি ডিডিআর৪ র‌্যাম। ইন্সপায়রন ৫৪০৬ (টু ইন ওয়ান) ল্যাপটপও একই ধরণের স্পেসিফিকেশন সম্বলিত। ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স সম্বলিত ১৩. ইঞ্চি এফএইচডি ট্রু লাইফ টাচ ন্যারো বর্ডার ডাব্লিউভিএ ডিসপ্লে সমৃদ্ধ ইন্সপায়রন ৭৩০৬ (টু ইন ওয়ান) বাজারে আরেকটি নতুন চমক।     
সকল ল্যাপটপের সাথে ক্রেতারা উইন্ডোজ ১০ হোম, ম্যাকাফির সুরক্ষা এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। শিগগিরই প্রযুক্তি প্রেমীদের জন্য সিঙ্গার বাংলাদেশ একাদশ প্রজন্মের আরো বেশ কিছু ল্যাপটপ বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে অথবা ভিজিট করুন: www.singerbd.com

 

আরো দেখুনঃ

চিপ সংকটের জন্য প্রযুক্তি বিশ্বে হাহাকার

কম্পিউটার কিংবা স্মার্টফোন—এসব ডিভাইসের প্রাণই চিপ। আকারে ৫ বা ৭ ন্যানোমিটার হলেও এ সংকটে ‘পাগলপ্রায়’ প্রযুক্তি বিশ্ব!
চিপ সংকটের বিষয়টি বেশ ভাবাচ্ছে প্রযুক্তি বিশ্বকে। বাজারে চিপের সরবরাহ কম বলে অনেক কারখানায় উৎপাদন থেমে আছে। অনেক ডিভাইসেরই সরবরাহ কমে যাবে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি দামে কিনতে হবে।
সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার এই সমস্যার নাম দিয়েছে ‘চিপএজডন’। চিপের সংকটে পড়ে নির্ধারিত সময়ের এক মাস পর আইফোন আনার ঘোষণা দেয় অ্যাপল। স্যামসাং ও কোয়ালকম চিপ তৈরি করে নিজেদের ও অন্যদের চাহিদা মেটাতে পারেনি।
একটি গাড়ি উৎপাদনে অন্তত ১০০ মাইক্রোচিপের প্রয়োজন হয়। বড়দিনের সময় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোও একই সমস্যার মুখোমুখি হয়। এক গাড়ি নির্মাতা কোম্পানি জানিয়েছে, চিপের অর্ডার করলে সাম্প্রতিক সময়ে অন্তত ৪০ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬