ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬

সিরিজে স্থানীয় স্পিন কোচই ভরসা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে স্থানীয় স্পিন কোচের ওপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভরসা করতে হচ্ছে। কেননা করোনা প্রটোকলের কারণে বাংলাদেশ দলের সঙ্গে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করতে চাওয়া নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি আসতে পারছেন না।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশের সঙ্গেই রয়েছেন ভেট্টরি। সীমিত ওভারের সিরিজে বাংলাদেশকে অনুশীলনে সহায়তা করবেন। তবে এই মুহুর্তে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না ভেট্টরি।

নিউজিল্যান্ড থেকে ফেরার তিন থেকে চারদিন পরই আগামী এপ্রিলে শ্রীলংকা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। আকরাম বলেন, শ্রীলংকা সফরে আমরা স্থানীয় স্পিন বোলিং কোচকে প্রাধান্য দেব।

তিনি আরো বলেন, দেখা যাক কি ঘটে। করোনা পরিস্থিতির কারণে আমরা সমস্যায় আছি। ভেট্টরির সঙ্গে টি-২০ বিশ্বকাপ (গেল বছরের টি-২০ বিশ্বকাপ) পর্যন্ত চুক্তি হয়েছিলো।

আকরাম বলেন, করোনার সময়ে নিউজিল্যান্ড থেকে আসা ও যাওয়ার মধ্যে বড় ধরনের সিস্টেমেটিক সমস্যা রয়েছে। তাই আপতত আমরা তাকে নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছিনা। ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে আমরা চিন্তা করবো। আপাতত, একজন স্থানীয় কোচ শ্রীলংকা সফরে আমাদের স্পিন বিভাগকে দেখভাল করবেন।

বিসিবির সঙ্গে ভেট্টরির চুক্তির মেয়াদ শেষ হলেও, নতুন চুক্তির আওতায় নিউজিল্যান্ড সফরে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশের সঙ্গে এটি ভেট্টরির তৃতীয় অ্যাসাইনমেন্ট।

এর আগে ২০১৯ সালে ভারত সফরে ও গেল বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দায়িত্ব পালন করেন ভেট্টরি।

ভেট্টরির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার সঙ্গে সঙ্গেই বিসিবি জাতীয় দলের জন্য নতুন স্পিন কোচের সন্ধান শুরু করে। যদিও এত কম সময়ে টাইগারদের জন্য বিশ্বমানের কোচ খুঁজে পাওয়া বিসিবির পক্ষে সহজ কাজ হবে না, বলে জানান আকরাম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম জানান, শ্রীলংকা সিরিজের সবকিছু চূড়ান্ত হলেও, কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে এখনও শ্রীলংকা ক্রিকেটের সঙ্গে কথা হচ্ছে।

আকরাম বলেন, সুবিধা বিবেচনা করে আমরা কলম্বোতে কোয়ারেন্টাইনে থাকতে চাই, কিন্তু তারা আমাদের শহরের বাইরে রাখতে চায়। আমরা আশা করি, দু’দিনের মধ্যে আমরা সিদ্বান্তে পৌঁছাতে পারবো।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটি দু’বার স্থগিত হয়েছে। প্রথমদিকে, করোনার প্রাদুর্ভাবের কারণে এবং পরবর্তীতে কোয়ারেন্টাইন ইস্যুতে দু’বোর্ডের মধ্যে মত পার্থক্য থাকায়।

আকরাম বলেন, এটি নিশ্চিত হওয়া গেছে যে এবার টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে। দু’টি টেস্টের ভেন্যু একই হবে

ট্যাগস :

সিরিজে স্থানীয় স্পিন কোচই ভরসা

আপডেট সময় : ০৫:৩০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক :

শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে স্থানীয় স্পিন কোচের ওপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভরসা করতে হচ্ছে। কেননা করোনা প্রটোকলের কারণে বাংলাদেশ দলের সঙ্গে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করতে চাওয়া নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি আসতে পারছেন না।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশের সঙ্গেই রয়েছেন ভেট্টরি। সীমিত ওভারের সিরিজে বাংলাদেশকে অনুশীলনে সহায়তা করবেন। তবে এই মুহুর্তে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না ভেট্টরি।

নিউজিল্যান্ড থেকে ফেরার তিন থেকে চারদিন পরই আগামী এপ্রিলে শ্রীলংকা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। আকরাম বলেন, শ্রীলংকা সফরে আমরা স্থানীয় স্পিন বোলিং কোচকে প্রাধান্য দেব।

তিনি আরো বলেন, দেখা যাক কি ঘটে। করোনা পরিস্থিতির কারণে আমরা সমস্যায় আছি। ভেট্টরির সঙ্গে টি-২০ বিশ্বকাপ (গেল বছরের টি-২০ বিশ্বকাপ) পর্যন্ত চুক্তি হয়েছিলো।

আকরাম বলেন, করোনার সময়ে নিউজিল্যান্ড থেকে আসা ও যাওয়ার মধ্যে বড় ধরনের সিস্টেমেটিক সমস্যা রয়েছে। তাই আপতত আমরা তাকে নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছিনা। ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে আমরা চিন্তা করবো। আপাতত, একজন স্থানীয় কোচ শ্রীলংকা সফরে আমাদের স্পিন বিভাগকে দেখভাল করবেন।

বিসিবির সঙ্গে ভেট্টরির চুক্তির মেয়াদ শেষ হলেও, নতুন চুক্তির আওতায় নিউজিল্যান্ড সফরে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশের সঙ্গে এটি ভেট্টরির তৃতীয় অ্যাসাইনমেন্ট।

এর আগে ২০১৯ সালে ভারত সফরে ও গেল বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দায়িত্ব পালন করেন ভেট্টরি।

ভেট্টরির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার সঙ্গে সঙ্গেই বিসিবি জাতীয় দলের জন্য নতুন স্পিন কোচের সন্ধান শুরু করে। যদিও এত কম সময়ে টাইগারদের জন্য বিশ্বমানের কোচ খুঁজে পাওয়া বিসিবির পক্ষে সহজ কাজ হবে না, বলে জানান আকরাম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম জানান, শ্রীলংকা সিরিজের সবকিছু চূড়ান্ত হলেও, কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে এখনও শ্রীলংকা ক্রিকেটের সঙ্গে কথা হচ্ছে।

আকরাম বলেন, সুবিধা বিবেচনা করে আমরা কলম্বোতে কোয়ারেন্টাইনে থাকতে চাই, কিন্তু তারা আমাদের শহরের বাইরে রাখতে চায়। আমরা আশা করি, দু’দিনের মধ্যে আমরা সিদ্বান্তে পৌঁছাতে পারবো।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটি দু’বার স্থগিত হয়েছে। প্রথমদিকে, করোনার প্রাদুর্ভাবের কারণে এবং পরবর্তীতে কোয়ারেন্টাইন ইস্যুতে দু’বোর্ডের মধ্যে মত পার্থক্য থাকায়।

আকরাম বলেন, এটি নিশ্চিত হওয়া গেছে যে এবার টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে। দু’টি টেস্টের ভেন্যু একই হবে