সিলেট মহনগরীতে আলী বাবা-নুরানী আবাসিক হোটেল থেকে চার নারী পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার মামলা দায়ের পুর্বক তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারতৃকরা হল, সিলেটের এয়ারপোর্ট থানার পীরের গাঁও গ্রামের আব্দুল কালিকের ছেলে ফয়ছল আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কুসারায় গ্রামের কাপ্তান মিয়ার ছেলে ওয়াহিদুল হাসান, একই জেলার তাহিরপুর থানার উওর বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড় (মোকাম এলাকার) মৃত আব্দুল করিমের মেয়ে শাপলা বেগম, কুমিল্লা জেলার বড়–রা থানার লগ্নসার গ্রামের আবিদ আলীর মেয়ে শাহীনা আক্তার।
সোমবার এসএমপির মিডিয়া সেল জানায়, এসএমপির এয়ারপোর্ট থানা ও আমরখানা পুলিশ ফাঁড়ির টহলদল রবিবার দিবাগত রাতে আম্বরখানা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল আলী বাবা ও নুরানীতে অভিযান চালায়। হোটেল দুটিতে দুটি পৃথক কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ওই চার নারী পুরুষকে গ্রেফতার করা হয়।