স্প্যানিশ জায়ান্ট সেভিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে করা জাভি মার্টিনেজের গোলে উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ।
হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ১১ মিনিটে র্যাকেটিচকে ডি বক্সে ফাউলের সুবাদে, পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। স্পট কিক থেকে লেপেতেগুই শিষ্যদের এগিয়ে নেন স্ট্রাইকার লুকাস ওকাম্পস। এর ২১ মিনিটের মধ্যে সমতায় ফেরে বাভারিয়ানরা। লেভানডস্কির পাসে স্কোর শিটে নাম লেখান গোরেৎস্কা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো।
আরও পড়ুনঃবার্সাকে বিদায় জানালেন সুয়ারেজ
এরপর নির্ধারিত সময় আর কোন গোল না হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে কর্নার থেকে পাওয়া বলে আলাভার শর্ট ফিরিয়ে দিলেও, জাভি মার্টিনেজের হেড থেকে করা গোলে ২-১ ব্যবধানে শিরোপা জয়ের উল্লাসে মাতে বায়ার্ন মিউনিখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।