DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হাজার টাকার কম্পিউটারের দাম এখন সাড়ে ১২ কোটি!

DoinikAstha
জানুয়ারি ৩১, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্কঃ

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের তৈরি একটি অ্যাপল-১ কম্পিউটার ই-কমার্স ওয়েবসাইট ইবেতে ১.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশের মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকার বেশি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেজেট নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রি হতে যাওয়া কম্পিউটারটির প্রস্তুত-প্রক্রিয়ার (১৯৭৬ সালে) সঙ্গে যুক্ত ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকও।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই মডেলের কম্পিউটারই গ্রাহকদের কাছে বিক্রি হওয়া প্রথম অ্যাপল পণ্য। ১৯৭৭ সালে বিক্রয় বন্ধের আগে অ্যাপল-১ কম্পিউটারটি মাত্র ২০০ ইউনিট নির্মাণ করেছিল অ্যাপল। তখন এর দাম ছিল ৬৬৬.৬৬ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৫৬ হাজার টাকার মতো।

ই-কমার্স ওয়েবসাইট ইবে জানিয়েছে, অ্যাপল-১ কম্পিউটারটির ক্রেতা মূল মালিকের ম্যানুয়াল, স্কিম্যাটিক্স, বেসিক ম্যানুয়াল, ক্যাসেট ইন্টারফেস এবং গাইডের ডিজিটাল অনুলিপি পাবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬