DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে আর্জেন্টিনার সামনে

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হিমু : আজ রাত ২ টায় ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।ফিফা র‍্যাংকিং এ আর্জেন্টিনা ৯ নাম্বারে আর বলিভিয়া ৭৫! কনমেবল অঞ্চলের দল গুলোর মধ্যে আর্জেন্টিনার অবস্থান ৩ নাম্বারে। বলিভিয়ার অবস্থান সবার শেষে অর্থাৎ ১০ নাম্বারে। তবুও কিভাবে আর্জেন্টিনার জন্য অগ্নিপরীক্ষা? হ্যা সেটা জানতে হলে আমাদের জানা লাগবে ইতিহাস।ম্যাচ টি হবে বলিভিয়ার মাঠ লা পাজে।

লা পাজে  হলো ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে উচ্চতায় অবস্থিত মাঠ। এই মাঠ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। হয়ত এই কথার মাধ্যমেও পুরোটা বুঝানো যায় নি। এই মাঠে খেলতে যাওয়ার পর প্রতিবারই প্রতিপক্ষের অক্সিজেনের প্রয়োজন হয়!

গত ৩ বিশ্বকাপের বাছাই পর্ব ধরে এখান থেকে কোন দলই জয় নিয়ে ফেরত যেতে পারেনি। শেষবার যখন আর্জেন্টিনা বলিভিয়া কে তাদের মাঠে হারায় তখন ২০০৪ সাল! এরপর আর্জেন্টিনা যতবারই খেলেছে হয় পরাজয় নয়ত ড্র।

ব্যালন ডি অর অ্যাওয়ার্ড

২০০৯ সালে তো এই মাঠে বলিভিয়ার বিরুদ্ধে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে এসেছিল আলবিসেলেস্তেরা। সেবার খেলা শেষে আর্জেন্টিনার প্লেয়ারদের হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগছিল।এই মাঠে অক্সিজেনের এতটাই অভাব যে সেবার প্লেয়ারদের মাঠেই অক্সিজেন নেয়া লেগেছিল।

আর্জেন্টিনা ফুটবল দল

এই মাঠে খেলার অভিজ্ঞতা সম্পর্কে নেইমার ২০১৭ সালে বলেছিল ,এই মাঠে খেলা খুবই অমানবিক। পিচ, মাঠের অবস্থা, বলের গতিবিধি সব কিছু ভয়াবহ!  সেই ম্যাচে ব্রাজিল ০-০ গোলে শেষ করে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারে।

এই ম্যাচ কে সামনে রেখে আর্জেন্টিনার কোচ স্কলানি বলেছেন ,এখানে খেলা খুবই কঠিন। আমরা এখানে আগে আসার সিদ্ধান্ত নিয়েছি পরিস্থিতির কথা বিবেচনা করে। এখানে মানিয়ে নেয়া অসাধ্য ব্যাপার। আমরা বিশ্বাস করি এখানে অন্যরকম কিছু হতে চলেছে। এখানে খেলার মত আলাদা কোন ফর্মুলা নেই।

আর্জেন্টিনার প্রতিপক্ষ শুধু বলিভিয়াই নয়, আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ হলো পরিবেশ। শুধু আর্জেন্টিনার জন্যেই নয় এখানে খেলতে আসা প্রতিটি অতিথি দলের জন্য এখানে প্রতিপক্ষ থাকে ২ জন , বলিভিয়া এবং পরিবেশ।

এই মাঠে অক্সিজেনের অভাব প্রায় সময়েই দেখা যায়। এখানে খেলতে এসে মাঠের মধ্যে অক্সিজেনের প্রয়োজন পরেছে সেই ঘটনাও কম নয়।

২০০৪ সালে শেষবার আর্জেন্টিনা এখানে জয় পেয়েছিল। তার পর এখানে তারা ৩ ম্যাচ খেলেছে। সেসব ম্যাচের রেজাল্ট যথাক্রমে  ৬-১, ০-০, ২-০! অর্থাৎ আর্জেন্টিনা যে এখানে কঠিন পরিক্ষার সম্মুখীন হচ্ছে তাতে কোন সন্দেহই নেই। এখন দেখার বিষয় আর্জেন্টিনা কি পারে নিজেদের ভাগ্য বদলাতে নাকি বরাবরের মত জয় টা বলিভিয়ারই হয়।

এদিকে রাতে আর্জেন্টিনা – বলিভিয়া ম্যাচের পাশাপাশি আরও ৪ টা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। কনমেবল অঞ্চলের ম্যাচের সূচি:-

১।বলিভিয়া – আর্জেন্টিনা (রাত ২ টা)
২।ইকুয়েডর – উরুগুয়ে (রাত ৩ টা)
৩।ভেনেজুয়েলা – প্যারাগুয়ে ( রাত ৪ টা)
৪।পেরু – ব্রাজিল (ভোর ৫ টা)
৫।চিলি -কলম্বিয়া (ভোর ৬ টা)

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮