ধর্ষক, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংসহ সব অপরাধীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। শনিবার সকালে, রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ‘নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী’ বিট কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। গত ১০ অক্টোবর রাজশাহীতে কমিশনার হয়ে এসেছি। প্রয়োজন হলে ১০ দিনেই রাজশাহী ছেড়ে চলে যাবো, তবুও কোনো অপরাধীকে ছাড় দেব না। ধর্ষণ, মাদক, কিশোর গ্যাংসহ সব অপকর্মকারীর মূল উৎপাটন করাই হবে আমার শপথ।
মেহেদী হত্যা: কাগজে লেখা নম্বরটিই বলে দিল হত্যার রহস্য
এ সময় আবু কালাম সিদ্দিক আরো বলেন, দায়িত্ব নিয়ে কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে অভিযান শুরু করেছি। মাত্র কয়েক দিনের ব্যবধানে দেখবেন রাস্তার ধারে কিশোর গ্যাংদের আড্ডা নেই। বখাটেরা ইভটিজিং করতে ভয় পাচ্ছে। এসব অপকর্ম নির্মূলে আমরা আরো কঠোর হবো। আরএমপি এলাকা সম্পূর্ণ সিসি টিভির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুতই এটির বাস্তবায়ন হবে।
তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সব পিতা-মাতার প্রতি আহ্বান জানিয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, আপনার সন্তান প্রতিদিন সন্ধ্যার পর কোথায় যায় সেটি খোঁজ নিন। কার সঙ্গে মেশে সেটির প্রতি নজর দিন। এরাই আগামী দিনের বাংলাদেশ। তাদেরকে নৈতিক শিক্ষা দিন। মুসলিমরা আপনার সন্তানকে নামাজ-কুরআন শিক্ষা দিন, অন্য ধর্মাবলাম্বীরা আপনাদের সন্তানকে ধর্মীয় গ্রন্থ পড়তে উৎসাহিত করুন। তারা নৈতিকতা শিখবে।
এ সময় সমাবেশে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।