ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস Logo রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো উড়োজাহাজ, নিহত ২ Logo হাসপাতালে সংস্কার উদ্যোগে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

অশ্রুশিক্ত নয়নে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

News Editor
  • আপডেট সময় : ১০:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানী পেসার উমর গুল। অশ্রুশিক্ত নয়নে বিদায় নিলেন পাকিস্তানের লম্বাদেহি এই পেসার। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে বালুচিস্তানের হয়ে দক্ষিণ পাঞ্জাবের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করেন। আর এই ম্যাচে তিনি ২ ওভার বল করে ৩৪ রানে নেন ১টি উইকেট। দু’দলের খেলোয়াড়রা তার বিদায়ে ব্যাট উঁচু করে সম্মান প্রদর্শন করেন।

ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না গুলের। তাই তো বিদায়টা সুখের হলো না গুলের। কান্নাভেজা চোখে বিদায় নিতে হলো তাকে। দীর্ঘ প্রায় ২০ বছরের ক্যারিয়ারে শেষ ম্যাচে আবেগ ধরে রাখতে পারেননি এই পেসার। ম্যাচ শেষে দু’দলের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন।

ম্যাচ শেষে গুল বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে সমর্থন দিয়ে যাওয়া ভক্তদের ধন্যবাদ জানাই। আমার ভক্ত-সমর্থকরাই সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যাদের অনুপ্রেরণায় দীর্ঘদিন ক্রিকেট খেলতে পেরেছি। ক্রিকেট ছাড়ায় এখন পরিবারকে সময় দিবো বেশি বেশি। তবে ক্রিকেট আমার মনে-প্রাণে। সুযোগ পেলে হয়তো আবারো ফিরবো।’

২০০১-০২ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল গুলের। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় এ পেসারের। একই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা।

ক্যারিয়ারে ৪৭ টেস্ট খেলে গুলের শিকার ১৬৩টি উইকেট। ১৩০ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১৬৯টি। আর ৬০ টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে উইকেট ৮৫টি।

অশ্রুশিক্ত নয়নে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

আপডেট সময় : ১০:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানী পেসার উমর গুল। অশ্রুশিক্ত নয়নে বিদায় নিলেন পাকিস্তানের লম্বাদেহি এই পেসার। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে বালুচিস্তানের হয়ে দক্ষিণ পাঞ্জাবের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করেন। আর এই ম্যাচে তিনি ২ ওভার বল করে ৩৪ রানে নেন ১টি উইকেট। দু’দলের খেলোয়াড়রা তার বিদায়ে ব্যাট উঁচু করে সম্মান প্রদর্শন করেন।

ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া হলো না গুলের। তাই তো বিদায়টা সুখের হলো না গুলের। কান্নাভেজা চোখে বিদায় নিতে হলো তাকে। দীর্ঘ প্রায় ২০ বছরের ক্যারিয়ারে শেষ ম্যাচে আবেগ ধরে রাখতে পারেননি এই পেসার। ম্যাচ শেষে দু’দলের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন।

ম্যাচ শেষে গুল বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে সমর্থন দিয়ে যাওয়া ভক্তদের ধন্যবাদ জানাই। আমার ভক্ত-সমর্থকরাই সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যাদের অনুপ্রেরণায় দীর্ঘদিন ক্রিকেট খেলতে পেরেছি। ক্রিকেট ছাড়ায় এখন পরিবারকে সময় দিবো বেশি বেশি। তবে ক্রিকেট আমার মনে-প্রাণে। সুযোগ পেলে হয়তো আবারো ফিরবো।’

২০০১-০২ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল গুলের। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় এ পেসারের। একই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা।

ক্যারিয়ারে ৪৭ টেস্ট খেলে গুলের শিকার ১৬৩টি উইকেট। ১৩০ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১৬৯টি। আর ৬০ টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে উইকেট ৮৫টি।