ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিয়ে জুয়া খেলায় ১০ জুয়ারি আটক

News Editor
  • আপডেট সময় : ০৮:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১০৭২ বার পড়া হয়েছে

সুজন মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ০৮/১০/২০২০ রাত ১২.২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে RAB -১২ এর এএসপি এরশাদুর রহমান ও তার দলের সহযোগিতায় ১০ আইপিএল (IPL- Indian Premier League) IPL 2020  জুয়ারিকে আটক করে। আটককৃত সে সময় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ছিল।

আটককৃতরা হল :

১. মোঃ নুর ইসলাম (২৪) পিতা মোঃ আঃ পাসান, ২. মোঃ ফজল হক (২৭) পিতা মোঃ গাজী শেখ, ৩. মোঃ হোসেন আলী (৩১) পিতা মোঃ মজিবর শেখ, ৪. মোঃ ইয়াসিন (২৫) পিতা মোহাম্মদ আলী, ৫.মোঃ ইমরান (১৯) পিতা মোঃ মোতালেব শেখ, সকল(১-৫) সাং গোপরেখী, এনায়েতপুর,

৬. মোঃ ইমদাদুল (১৯) পিতা মোঃ ফটিক শেখ, ৭. মোঃ শুকুর আলী (২২) পিতা মোঃ হাসমত আলী, ৮. মোঃ সোহেল (২২) পিতা মোঃ নুরুল ইসলাম, ৯. মোঃ ইউসুফ শেখ (২৬) পিতা মৃত আব্দুর রহমান সকল(৬-৯) সাং আজুগড়া, এনায়েতপুর এবং ১০. অমর পাল(৩৫) পিতা গণেশ পাল সাং মাদবপুর,এনায়েতপুর, সিরাজগঞ্জকে আটক করা হয়।

তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত জামিরুল গ্রেফতার

তারা সেসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের উপর জুয়া খেলা করছিল। এসময় সেখান থেকে একটি ওয়ালটন টিভিসহ নগদ ৮,২৫৭/ টাকা জব্দ করা হয়।

প্রকাশ্যে জুয়া খেলায় তাদের হাতেনাতে ধরার ফলে তারা অপরাধ স্বীকার করে।

উক্ত অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈন উদ্দিন তাদের বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেক আসামীকে ১৫( পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যহত থাকবে।

আইপিএল নিয়ে জুয়া খেলায় ১০ জুয়ারি আটক

আপডেট সময় : ০৮:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

সুজন মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ০৮/১০/২০২০ রাত ১২.২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে RAB -১২ এর এএসপি এরশাদুর রহমান ও তার দলের সহযোগিতায় ১০ আইপিএল (IPL- Indian Premier League) IPL 2020  জুয়ারিকে আটক করে। আটককৃত সে সময় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ছিল।

আটককৃতরা হল :

১. মোঃ নুর ইসলাম (২৪) পিতা মোঃ আঃ পাসান, ২. মোঃ ফজল হক (২৭) পিতা মোঃ গাজী শেখ, ৩. মোঃ হোসেন আলী (৩১) পিতা মোঃ মজিবর শেখ, ৪. মোঃ ইয়াসিন (২৫) পিতা মোহাম্মদ আলী, ৫.মোঃ ইমরান (১৯) পিতা মোঃ মোতালেব শেখ, সকল(১-৫) সাং গোপরেখী, এনায়েতপুর,

৬. মোঃ ইমদাদুল (১৯) পিতা মোঃ ফটিক শেখ, ৭. মোঃ শুকুর আলী (২২) পিতা মোঃ হাসমত আলী, ৮. মোঃ সোহেল (২২) পিতা মোঃ নুরুল ইসলাম, ৯. মোঃ ইউসুফ শেখ (২৬) পিতা মৃত আব্দুর রহমান সকল(৬-৯) সাং আজুগড়া, এনায়েতপুর এবং ১০. অমর পাল(৩৫) পিতা গণেশ পাল সাং মাদবপুর,এনায়েতপুর, সিরাজগঞ্জকে আটক করা হয়।

তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত জামিরুল গ্রেফতার

তারা সেসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের উপর জুয়া খেলা করছিল। এসময় সেখান থেকে একটি ওয়ালটন টিভিসহ নগদ ৮,২৫৭/ টাকা জব্দ করা হয়।

প্রকাশ্যে জুয়া খেলায় তাদের হাতেনাতে ধরার ফলে তারা অপরাধ স্বীকার করে।

উক্ত অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈন উদ্দিন তাদের বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেক আসামীকে ১৫( পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যহত থাকবে।