DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আইফোনের নতুন সংস্করণেও নচ থাকবে?

News Editor
অক্টোবর ৮, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আইফোনে নচ ডিজাইনের সূচনা হয় ২০১৭ সালে। আইফোন ১০ থেকে শুরু, এখনই নচ বাদ দেয়নি অ্যাপল। জানা গেছে, আইফোনের নতুন সংস্করণেও নচ থাকবে।আইফোন থেকে নচ বাদ দেয়া হবে বলে ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় এক রিপোর্টে জানানো হয়েছিল। তখন ডিসপ্লেতে কাটা অংশকে ডিজাইনের মধ্যে নয়, বরং প্রযুক্তিগত সীমাবদ্ধতা মনে করেছিল অ্যাপল।

তবে ৩ বছর আগের সেই ডিজাইন এবারও আনবে অ্যাপল। আগামী বছর আইফোন ১৩ মডেলেও এই নচ দেখা যাবে। তবে নচের আকার সরু হয়ে আসবে বলে জানিয়েছে টুইটার অ্যাকাউন্ট আইস ইউনিভার্স।নচ ডিজাইনকে মডিফাই করে অন্যান্য ফোন কোম্পানি বের করেছে ওয়াটার ড্রপ, ওভাল শেপ ও পাঞ্চহোল নচ। কিছু কোম্পানি ডিসপ্লেকে সুন্দর রাখতে পপ আপ ক্যামেরাও এনেছে। আগামীতে প্রচলন ঘটবে আন্ডার ক্যামেরা ডিসপ্লের। সেক্ষেত্রে নচ ব্যবহারের কোনো প্রয়োজন থাকবে না।

মানের ব্যাপারে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো প্রযুক্তি ব্যবহার করে না অ্যাপল। আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তির আরো উন্নয়ন ঘটলে আইফোনে তা যুক্ত করতে পারে অ্যাপল। তার আগ পর্যন্ত ছোট নচ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আইফোন ভক্তদের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১