DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আগামীর চৌদ্দগ্রাম হবে আরও সুন্দর সমৃদ্ধ: সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক

Habibur Rahman Monna
ডিসেম্বর ২৭, ২০২৩ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান মুন্না।। 

দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব গতকাল  মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের  ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশ  প্রধান অতিথির বক্তব্যে বলেন,আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীক আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। অতীতে আমি আপনাদের ভোটে আমি বারবার এমপি নির্বাচিত হয়েছি।নৌকায় ভোট পেয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সমৃদ্ধি এনে দিয়েছন।

আগামীর চৌদ্দগ্রাম হবে আরও সুন্দর সমৃদ্ধ।

নৌকায় ভোট দেওয়ার কারণে আমি অবহেলিত চৌদ্দগ্রাম কে মনের মাধুরী দিয়ে সাজিয়ে দিয়েছি। তিনি বলেন, একটা গ্রামের মানুষ যখন তাদের নেতা নির্বাচন করতে চায় তখন অনেকেই নেতা হতে চায় কিন্তু নেতা হয় একজন। অন্যরা তাকে নেতা হিসেবে মেনে নেন।

আওয়ামীলীগ একটি বড় দল।একটি বড় পার্টির অনেকেই নেতা হতে চায় নির্বাচন করতে চায় টিকেট চায় এটা কোন অপরাধ নয়। কিন্তু তারা টিকেট পান নাই,এটাকি আমার অপরাধ? তারাতো আওয়ামীলীগ করে, নেত্রীর অবাধ্য হয়ে তারা কি  নৌকার বিরুদ্ধে প্রার্থী হতে পারে? আমার বিরোধীতা করতে পারে? কোন আওয়ামীলীগার নৌকার বিরোধীতা করে অন্য মার্কার ভোট চাইতে পারেনা।অন্য প্রতিকের ভোটে প্রার্থী হতে পারেনা।যাদের আদর্শ ঠিক নাই নীতি নৈতিকতা নাই তাদের ভোট দেয়া ঠিক হবেকিনা আপনারাই বলেন ?এসময় তিনি চৌদ্দগ্রামের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নইমুল হক মজুমদার রিফাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল,চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের। অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল কাশেম,

আরো পড়ুন :  দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলে'র মৃত্যু

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান,আকতার হোসেন পাটোয়ারী,সুপ্রীম কোর্টের আইনজীবী ড.আবদুল মান্নান ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা,

ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাছুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল),সাবেক চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খোকন, ইউপি চেয়ারম্যান এ কে খোকন,  মাহবুব হোসেন মজুমদার,উপজেলা শ্রমীকলীগের সভাপতি আরশ মজুমদার, চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, মোশারেফ হোসেন,

সিনিয়র আয়কর আইনজীবী তালুকদার আব্দুল হামিদ,এড.খোরশেদ আলম , এড.জুলফু মিয়া,এড.শাহজান সিরাজ,উপজেলা মহিলা আওয়ামিলীগে সভাপতি ফয়জুন্নেসা আমিন, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, সহ সভাপতি হাজেরা আক্তার ববি, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম খাঁন, আব্দুল কাদের, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, মোজাম্মেল হোসেন লাওশান,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল,উপজেলা ছাত্র লীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

দৈনিক আস্থা/ মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১