আগুনের ধোঁয়ায় অসুস্থ ৯ ফায়ার সার্বিসকর্মীসহ-২৩ “ফলোআপ”
জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিন প্রতিনিধিঃ
আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৯ ফায়ার সার্বিসের কর্মীসহ ২৩ জন অসুস্থ হয়ে পড়েছেন।তাদের মধ্যে ১৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সকাল সোয়া ১০ টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন জানান, প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও নিরাপত্তার স্বার্থে আমরা আগে ঘোষণা দেইনি।তবে পুরোপুরি নির্বাপণে আরও কিছুটা সময় লাগবে, এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০ টি ইউনিটের ২শ ২০ জন কর্মী কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বিজিবি, র্যাব পুলিশ ও সামরিক বাহিনী কাজ করছে বলে জানা গেছে।