DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৯ই মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৯ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কম্পিউটার ব্যাবসায়ীরা “ফলোআপ’’

Abdullah
মার্চ ২৮, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কম্পিউটার ব্যাবসায়ীরা “ফলোআপ’’

 

জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিন প্রতিনিধিঃ

এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে কম্পিউটার সিটি মার্কেটে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল ভয়াবহ অগ্নিকান্ডের পর গতকাল রাত থেকে আজকে পর্যন্ত মার্কেটে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

 

আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা থাকার কারনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরাও ওই ভবনে প্রবেশ করতে পারেনি, সকাল থেকে ভিতরে প্রবেশ এর জন্য তাদের অপেক্ষা করতে দেখা গেছে। এই মার্কেটের দোকানগুলতে অনেক কম্পিউটার সরঞ্জাম থাকার কারনে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ্য টাকা ছাড়াবে বলে আশংকা করা হচ্ছে।

 

ওই ভবনের দোকানের একজন মালিক আমাদের জানান কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলতে পারছি না। যেই পরিমাণ পানি আগুন নিয়ন্ত্রনে ব্যাবহার করা হয়েছে আর নিচের দিকে যে পরিমাণ পানির স্রোত নামছে তাতে আশঙ্কা করছি আমাদের কম্পিউটারসহ ইলেকট্রনিক মালামাল গুলোর ব্যাপক ক্ষতি হতে পারে। তবে এখনো আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

 

গতকাল এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের ৫ম তলায় একটি দোকানে আগুন লাগে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১