শিরোনাম:
সাতসকালে আগুন পোহানোর সময় ট্রাকচাপায় প্রাণ ২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১০৭৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:নেত্রকোনা বালিবাজার এলাকায় সড়কের পাশে আগুন পোহানোর সময় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেত্রকোনা সদরের শিপ্রশাদপুর গ্রামের মোস্তাফার ছেলে সেলিম মিয়া ও বালি গ্রামের মোকছেদ মিয়ার ছেলে এমদাদ মিয়া। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
গুরুতর আহত গোলাম মোস্তফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো দুইজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানায় ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















